#অনাবৃষ্টি/তীব্র খরায় আমন ধানে কৃষক ভাইদের করণীয়:
#চলমান অনাবৃষ্টি ও তীব্র খরায় আমন ধানের জমিতে সপ্তাহে কমপক্ষে দুটি সেচ দিতে হবে।
#জমির আইল ভালো করে শক্ত ও উচু করে বেঁধে দিয়ে পানি সেচের পানি ধরে রাখতে হবে।
#জমির আইল শক্ত ও উঁচু করে রাখতে হবে যেন বৃষ্টির পানি দীর্ঘ সময় আটকে থাকে। বেরিয়ে না যায়।
#আমন ধানের জমি শুষ্ক অবস্থায় সার উপরি প্রয়োগ না করাই উত্তম। প্রয়োজনে সেচ দিয়ে ইউরিয়া সার শেষ বিকেলে উপরি প্রয়োগ করতে পারেন।
#খরা অবস্থায় ইউরিয়া সারের সাথে আগাছানাশক ছিটিয়ে প্রয়োগ করা যাবে না (কার্যকর হয় না)। প্রয়োজনে সেচ দিয়ে আগাছানাশক প্রয়োগ করতে পারেন।
#অনাবৃষ্টি/খরায় আগাছার উপদ্রব বেশি দেখা দিলে চারা রোপনের ৩০ দিনের মধ্যে গ্রানাইট ২৪০ এসসি প্রতি লিটার পানি ০.২৫ মিলি হারে অথবা ১৬ লিটার পানিতে ৪ মিলি হারে মিশিয়ে স্প্রে করতে পারেন। অথবা
#আমন ধানের চারা রোপনের ২৫-৩০ দিন বয়স হলে
টপহিট ৪৮ এসএল/
ফিল্ডার ৪৮ এসএল/
এমাইন গোল্ড ৪৮ এসএল/
বনমারা ৪৮০ এসএল/
উইডক্লিন ৪৮০ এসএল/
২.৪-ডি উইডার যে কোন একটি আগাছানাশক প্রতি লিটার ৩ মিলি হারে মিশিয়ে সাথে প্রতি লিটার পানিতে থিয়োভিট/কুমুলাস ৬ গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে পারেন।
#যেহেতু পটাশ খরা প্রতিরোধে সহায়তা করে তাই পটাশ সার ছিটানোর পরিবর্তে জমিতে প্রতি লিটার পানিতে ৬ গ্রাম (এমওপি) পটাশ ঘুলানো পানি অথবা কুইক পটাশ প্রতি লিটার পানিতে ৫ গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে পারেন।
#বৃষ্টির আশায় অনেক কৃষক ভাইয়েরা সেচ নালা রাখে নাই।
তাই ফিতা পাইপ/প্লাস্টিকের পাইপ দিয়ে সেচ দিতে পারেন। এতে পানি সাশ্রয় হবে।
#এ সময় পাতামোড়ানো পোকা ও #মাজরা পোকার আক্রমণ হতে পারে। তাই পাতা মোড়ানো ও মাজরা পোকার আক্রমণ হলে #করনীয় :
#কারটাপ গ্রুপের কীটনাশক
ব্রাভো ৫০ এসপি/
কার্টাপ ৫০ এসপি
ফসলটাপ ৫০ এসপি যে কোন একটি কীটনাশক প্রতি লিটার পানিতে ২.৮ গ্রাম হারে মিশিয়ে অথবা
#কারটাপ+অ্যাসিটামিপ্রিড গ্রুপের কীটনাশক যেমন-
#বাতির ৯৫ এসপি
#কার্টাপ্রিড ৯৫ এসপি/
#এসিপ্রির্ড প্লাস ৯৫ এসপি যে কোন একটি কীটনাশক প্রতি লিটার পানিতে ১ গ্রাম হারে মিশিয়ে অথবা
#কার্বোসালফান গ্রুপের কীটনাশক- মারশাল, বেনিফিট, বাইসালফান ২ মিলি হারে মিশিয়ে বিকেলে স্প্রে করতে হবে।
#এ সময় আমন ধানের জমিতে #খোলপোড়া রোগ দেখা দিতে পারে। খোলপোড়া আক্রান্ত হলে
এজোক্সিস্ট্রোবিন+সিপ্রোকোনাজল) গ্রুপের ছত্রাকনাশক যেমন:
#কারিশমা ২৮ এসসি/
#নাভারা ২৮ এসসি/
#তারেদ ২৮ এসসি/
#এসিবিন ২৮ এসসি/
#টিপঅফ ২৮ এসসি যে কোন একটি ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে ১ মিলি হারে মিশিয়ে বিকেলে স্প্রে করতে পারেন। অথবা
#এজোক্সিস্ট্রোবিন+ডাইফেনাকোনাজল) গ্রুপের ছত্রাকনাশক যেমন:
#এমিস্টার টপ ৩২.৫/
#সানজক্সি ৩২.৫ এসসি
এমিস্কোর ৩২.৫ ইসি
এনডোভার ৩২.৫ এসসি যে কোন একটি ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে ১ এমএল হারে মিশিয়ে বিকেলে স্প্রে করতে পারেন।
#প্রতিদিন বিকেল বেলা নিয়মিত ভাবে আপনার ফসলের জমি পরিদর্শন করে কোন সমস্যা পেলে সাথে সাথে আপনার নিকটস্থ উপ সহকারী কৃষি কর্মকর্তা/উপজেলা কৃষি অফিস এ যোগাযোগ করে পরামর্শ নিয়ে দ্রুত ব্যবস্থা নিতে পারেন।